Tuesday, 15 March 2016

ভৈরব বাবা

ফিরে দেখা ।








২০১৬ আমার সমস্ত ভাবনা কেন্দ্রীভুত সুরেন্দ্র স্মৃতি মন্দির গড়ে তোলার সাধনায় আর এইকাজে ভগবান শিবশংকর অশেষ করুণা তার পঞ্চম রুপ মহাকাল ভৈরব বাবা তার কৃপা দিয়ে যে চমৎকার করে দিয়েছে যা আমি ভাষায় বর্ণনা  দেবার ভাষা নেই । আমি তার নিত্য আরাধনা করি তার ভক্তি তে লীন । তার উপাসনা মধ্য দিয়ে তার অপার মহিমা প্রচার 
 ওঁ ভগবতে কাল ভৈরবায় নম ঃ ওঁ ভগবতে কাল ভৈরবায় নম ঃ ওঁ ভগবতে কাল ভৈরবায় নম ঃ 
ওঁ ভগবতে কাল ভৈরবায় নমঃ ওঁ ভগবতে কাল ভৈরবায় 

ওঁ ভগবতে  কাল ভৈরবায় নমঃ 

                                       ভৈরব ভজন 

Wednesday, 9 March 2016

যুগল কিশোর ঝা : নতুন জীবন

যুগল কিশোর ঝা : নতুন জীবন:                                                        সুরেন্দ্র স্মৃতি মন্দির , তারা দেবী ভবন ।                       ...


আমার ইচ্ছে আমি ফিরে যায় আমার ছোট বেলার সেই জীবনে গ্রামীণ জীবনে , শহর থেকে দূরে প্রকৃতির কোলে । ছায়া সুনিবির প্রকৃতি মাঝে ।





আমার জন্মভুমি অনেক পাল্টে গেছে , তবু সে আমাকে টানে তার কোলে , তাই তার কোলে আমার শেষ আশ্রয় । তার কোলে গড়ে তুলতে চাই একটি সুরেন্দ্র স্মৃতি মন্দির , একটি বৃদ্ধা আবাস ও গোশালা ।আমি বিশ্বাস একাজ আমার পক্ষে একা করা সম্ভব নয় যদি কোন দৈবিক শক্তি আমাকে সাহায্য করে তাই সমস্ত বিষয় মহাকাল ভৈরব নাথের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছি জানিনা কি হবে , মহাকালের কি ইচ্ছে । ওঁ ভগবতে কাল ভৈরবায় নমঃ